বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ৩৩ জনের চাকরির সুযোগ
"বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড" জনবল নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।। উক্ত প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন পদে সর্বমোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
শেষ তারিখঃ এ মাসের শেষ দিনে।
Position-
Assistant Director: 11
Salary: 22,000-53,060 (taka)
Grade: 9
Position-
Assistant Director (Security and Search): 4
Salary: 22,000-53,060 (taka)
Grade: 9
Position-
Assistant Director (Public Relations): 2 persons
Salary: 22,000-53,060 (taka)
Grade: 9
Position-
Chemist: 9 people
Salary: 22,000-53,060 (taka)
Grade: 9
Position-
Purchasing / Store / C&F Officer: 5 persons
Salary: 22,000-53,060 (taka)
Grade: 9
Position-
Assistant Security Officer / Regional Intelligence Officer: 2 persons
Salary: 18,000-38,640 (taka)
Grade: 10
বয়সঃ
প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধী, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্য যারা এসবের অন্তর্ভুক্ত শুধুমাত্র তাদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোনো ধরণের অ্যাফিডেভিট বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফিঃ
টেলিটক প্রি-পেইড মোবাইল সংযোগের মাধ্যমে ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১০০০ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৬০০ টাকা ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের পদ্ধতিঃ
আগ্রহী প্রার্থীদের http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে www.bpdb.gov.bd ভিজিট করুন।
No comments