Header Ads

Header ADS

জরুরী ভিত্তিতে "সহকারী সুপারভাইজার" নিয়োগ।



পদের বিবরণঃ "সহকারী সুপারভাইজার" 

পদের_সংখ্যাঃ 10 জন।

বেতনঃ ১৫,৫০০ টাকা।

 শিক্ষাগত যোগ্যতাঃ সর্বনিম্ন এসএসসি।


কাজের বিবরণঃ

১. ১২-১৫ জন কর্মচারীদেরকে দেখাশুনা করতে হবে।

২. তাদের বেতনশীট তৈরী করা।

৩.  তাদের বেতন প্রদান করতে হবে।

৪. শো-রুমে কে কখন  প্রবেশ করছে এবং কে কখন  শো-রুম থেকে বের হচ্ছে তা লিপিবদ্ধ করতে হবে।

৫. কে কত ঘন্টা ওভারটাইম করতেছে ওভার টাইমের সময় লিপিবদ্ধ করতে হবে।

৬.  সুপারভাইজারকে সাহায্য করতে হবে।





সুযোগ সুবিধাঃ

১. থাকা ফ্রি



খাওয়ার সুব্যবস্থা আছে।

২. প্রত্যেক মাসে ৫ তারিখের মধ্যে বেতন প্রদান করা হয়।

৩. দুই ঈদে বোনাস প্রদান করা হয়।

৪. শুক্রবারসহ সরকারি ছুটি প্রদান করা হয়।

৫. ওভারটাইমের সুযোগ পাবেন ( ঘন্টায় -৫০ টাকা)।

 প্রয়োজনীয় কাগজপত্রঃ

১.পাসপোর্টসাইজ ৩ কপি কালার ছবি।

২.জাতীয় পরিচয়পত্র /জন্ম নিবন্ধনের ফটোকপি।

৩. সার্টিফিকেটের ফটোকপি।

যোগাযোগঃ সাভার,ঢাকা

বিস্তারিত জানতে কল করুনঃ

সরাসরি ম্যানেজার :-01981692840

No comments

Powered by Blogger.