HSC পাশে মেট্রো রেলে চাকরির সুযোগ
বাংলাদেশ সড়ক পরিবাহন ও মহাসড়ক মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কম্পানির নাম - "DHAKA MASS TRANSIT COMPANY LIMITED বা (DMTCL)"
আসন সংখ্যাঃ ১৩০ জন।
আবেদনের মাধ্যমঃ ডাকযোগে।
যোগ্যতাঃ HSC CGPA ৫.০০ এর মধ্যে সর্বনিম্ন ৪.০০ এবং
HSC vocational'৪৩ হলে CGPA ৫.০০ এড় মধ্যে সর্বনিম্ন ৩.০০ থাকতে হবে।
বয়সসীমাঃ প্রার্থীদের অবশ্যই ২৫-০৩-২০২০ তারিখে ১৮ থেকে
৩০ বছরের মদ্ধে হতে হবে। (মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর বয়স কার্যকর হবে)
আবেদনের ঠিকানাঃ http://dmtcl.gov.bd/
নিয়মাবলীঃ প্রার্থীকে http://dmtcl.gov.bd/ এই ঠিকানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে তা পাঠাতে হবে এই ঠিকানায়- "ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল ১৪, ৭১-৭২ পুরানা এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০"
পরীক্ষার ফিঃ ৫০০ টাকা ( আবেদনপত্রের সঙ্গে পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট এর মুল কপি জমা দিতে হবে)
বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
No comments