Header Ads

Header ADS

মরিশাসে বাংলাদেশীদের কাজের সুযোগ।




"বাংলাদেশ সরকার"  সরকারিভাবে মরিশাসে পুরুষ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে,  যা  সরকারের "প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান" মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)  এ বিজ্ঞপ্তি  প্রকাশ করে। 


বিজ্ঞপ্তিতে  মরিশাসের সেভেন সেভেন কো লিমিটেড কোম্পানির অধীনে জন বাংলাদেশি কর্মী নেয়ার কথা  বলা হয়েছে।  মোট ৫০ জন এ কাজে সুযোগ পাবেন। 



পদের নাম: Bakery operator.

পদের সংখ্যা: ৩০ জন। 

যোগ্যতা: SSC pass. 

বেতন: ২৬ হাজার টাকা। 

কাজের সময়ঃ সপ্তাহে কাজ ৪৫ ঘণ্টা বা দিনে ৬-৭ ঘন্টা। 




পদের নাম: Pastry operator.

পদের সংখ্যা: ২০

যোগ্যতা: SSC pass.

বেতন: ২৫ হাজার টাকা। 


কাজের সময়ঃ
 সপ্তাহে কাজ ৪৫ ঘণ্টা বা দিনে ৬-৭ ঘন্টা। 


অবশ্যই  আগ্রহী প্রার্থীদের ১৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে  বলা হল। আর  প্রার্থীর বয়স অবশ্যই  ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া   কমপক্ষে ১০ মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন। 

No comments

Powered by Blogger.